• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৫ পিএম
শিবপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম
ছবি : জাগো নরসিংদী

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে দশটার দিকে শিবপুর পৌরসভার আশ্রাফপুর সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছে শরীফ এস.এস. স্টিলের মালিক শরিফ প্রধান (৩৫)। সে আশ্রাফপুর গ্রামের আব্দুর রহমান প্রধানের ছেলে।

শরীফের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত শরীফকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শরীফের বাবা আব্দুর রহমান বাদী হয়ে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আহত শরীফের বাবা আব্দুর রহমান প্রধান জানান, আশ্রাফপুর গ্রামের কিরণ প্রধানের মেয়ে একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সুজনের সাথে পালিয়ে যায়। মেয়ে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার দিন রাত সাড়ে দশটার দিকে হামলাকারীরা সুজনকে না পেয়ে সুজনের মামাতো ভাই আমার ছেলে শরীফকে বাড়ির সামনে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে।

হামলাকারীরা হলো একই গ্রামের নিজাম উদ্দিন প্রধানের ছেলে বাবুল প্রধান,কিরণ প্রধানের ছেলে মাহবুব প্রধান ও মাহফুজ প্রধান,মৃত হাবাজ উদ্দীন প্রধানের ছেলে কিরণ প্রধান ও নিজাম উদ্দিন প্রধানসহ আরও অজ্ঞাত ২/৩ জন।

শরিফের ডাকচিৎকার শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি,পরে আমার চিৎকার শুনে ভাই-ভাতিজা ও এলাকার লোকজন ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যায়। পরে সকলের সহযোগিতায় শরীফকে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদেরকে আটকের চেষ্টা চলছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ