নিজস্ব প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে শিবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে উক্ত প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি জিনিয়া জিন্নাত'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্বা মোহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খামারী আসাদুজ্জামান আসাদ, নরসিংদী জেলা পোলট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল হক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ আল শামীম।