স্টাফ রিপোর্টার: শিবপুরের কামারটেক এলাকায় প্রতিষ্ঠিত 'তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম এর পিতা মরহুম তালেব হোসেন এর ২৪তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনার্থে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার(১১আগস্ট)
একাডেমি প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, ওয়াহেদুল্লাহ মিয়া,প্রধান শিক্ষক স্বজল চন্দ্র পাল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম, প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ইমাম মোহাম্মদ আলী।
দোয়া শেষে উপস্থিত ছাত্র-শিক্ষক,অভিভাবক ও সূধীজনদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এর আগে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।