হলধর দাস: "স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙাল,মুক্তির মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসন ১৬ মার্চ থেকে ২দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে ১৬ মার্চ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জাকরণ।
১৭ মার্চ সকালে জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে কেক কেটে মিষ্টি মুখ করানো হয়।
পরে সকলে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী'র জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
দিবসটি উদযাপনে নরসিংদী আইডিয়াল হাই স্কুলের পক্ষ থেকে কেক কাটা, কবিতা আবৃতি,হামদ্ নাত, দোয়া মাহফিল,দেয়ালিকা প্রকাশ ও "স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন।" বিষয়ক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত। বক্তব্য রাখেন প্রাক্তন সিনিয়র শিক্ষক সাংবাদিক হলধর দাস,সিনিয়র শিক্ষক নূরে আলম খান ও আলমগীর হোসেন, ৮ম শ্রেণির শিক্ষার্থী নওরিন আক্তার স্বর্ণালী,তানভীর আহমেদ, মিলি বেগম,নাশরাত জাহান মেধা প্রমুখ।
বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে দেয়ালিকা প্রকাশ করে ৮ম শ্রেণি'র শিক্ষার্থী ৮ম শ্রেণির শিক্ষার্থী মিতু,অধরা ও শাম্মী।
জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মৌলানা জয়নাম আবেদিন।
পরে জন্মদিনের কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়।
জেলা প্রসাশনের উদ্যোগে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা ।
এছাড়া,আওয়ামীলীগ,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে একই ধরনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয় ।
জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার