হারুনূর রশিদ: সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সোম ও মঙ্গলবার (২৫ ও ২৬ নভেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর মির্জানগরস্হ (খানাবাড়ী রেলস্টেশনের অদূরে) প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর সাধুর আখড়াবাড়ীতে উপ-মহাদেশের প্রখ্যাত বাউল সম্রাট ফকির শাহ্'র তিরোধানের ৪০দিন পালন উপলক্ষে দুই দিনব্যাপি 'সাধু সঙ্গ' অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ চৌধুরী সুমন এর সভাপতিত্ব অনুষ্ঠিত মিলন মেলায় সমাপনী রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদল আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী রফিকুল আমিন ভূইয়া রুহেল।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, এএসপি সার্কেল (রায়পুরা) আফসান-উল-আলম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জব্বার, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রায়পুরা আসনে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব জামাল আহমেদ চোধুরী প্রমুখ।
মিলন মেলার সার্বিক তত্ত্বাবধান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মালয়েশিয়া প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মাহিন আহমেদ মোমেন। 'খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়'.........,'মানুষ ভজলে সোনার মানুষ হবি.........,লালন সাঁঈজীর এসব আধ্যাত্নিক অমীয় বাণীর সূর মুর্ছনায় আবেগাপ্লুত হয় দূর-দূরান্ত থেকে আসা অগণিত ভক্তবৃন্দের হৃদয়-মন। রাত যতই গভীর হতে থাকে ভাবধারার সাঁঈজীর এসব বাণীগুলো তাল-যন্ত্রের সাথে সাথে ততই আবেদনময়ী হয়ে উঠতে থাকে।
সাধু সঙ্গে রাতভর সাঁঈজীর বাণী পরিবেশন করেন বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলের খ্যাতিমান শিল্পী সনি আলম, শান্তা ইসলাম, রাইদা রত্না, জামিল ক্ষ্যাপা, রণি বাউলসহ ঢাকা, কুষ্টিয়া, মেহেরপুর ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দেশবরেণ্য বাউল শিল্পীগণ। ভোরে ভক্তদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সাধু সঙ্গ।