• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১৫ পিএম
পলাশে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত 
ছবি সংগৃহীত

নাসিম আজাদ: নরসিংদীর পলাশ উপজেলায় একঝাঁক শিয়ালের কামড়ে নারীসহ ৬জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রোববার (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের শান্তানপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম টিটু জানান, 'রাত সাড়ে আটটার দিকে শান্তানপাড়া গ্রামের কেরামত আলীর বাড়িতে হঠাৎ একঝাঁক শিয়াল এসে তাদের বাড়ির লোকজনদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। এসময় কেরামত আলী (৫৫)সহ তাদের বাড়ির রিফাত (২০),কাউছার (২৬),রিপন (৩৫),আরিফুজ্জামান (৪০)ও নাজমা (৫০) শিয়ালের কামড়ে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। 

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কাউছার জানান, হঠাৎ একঝাঁক শিয়াল এসে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। পরে গ্রামের লোকজন এসে জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে শিয়ালের ঝাঁক পালিয়ে যায়। 

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদেকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, 'আমাদের এখানে শিয়ালের কামড়ের ভ্যাকসিন না থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানী ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।'

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ