স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেকের জানাজার নামাজ রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় তার নিজ গ্রাম রাধানগরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এ বীরকে শায়িত করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।
এর আগে সকাল ১১টায় রায়পুরা উপজেলা পরিষদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানার পূর্বক্ষণে দেশের বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
প্রসঙ্গত, আব্দুস ছাদেক বিগত তিন মাস যাবৎ অসুস্থ ছিলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে রাজনীতিতে সম্পৃক্তসহ রাধানগর ইউনিয়ন থেকে ৪ বার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়।
বিদ্রোহী প্রাথী হয়ে নির্বাচনে অংশ নেওয়া তাকে দলীয় পদ হারাতে হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাদেক ১৯৭১ সালে দেশমাতৃকার টানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।