স্টাফ রিপোর্টার: অবশেষে তিনি মারা গেলেন। নরসিংদী সদর হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নাম-পরিচয় জানতে না পারা ওই ব্যক্তির লাশ শনাক্তের জন্য এখনও কাউকে খুঁজে পাওয়া যায়নি।
জানা যায়, গত ২৪ জুন শুক্রবার ভোরের দিকে কে বা কারা অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় তারা হাসপাতালটির জরুরি বিভাগের বারান্দার সামনে তাকে ফেলে চলে যান।
অজ্ঞান অবস্থায় সেখানে তাকে পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাদের স্বজনরা। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সহকারীরা তাকে উদ্ধার করেন।
পরে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি রাখা হয়।
শুক্রবার ভোর থেকে সোমবার বিকেল সাড়ে ৫টার পর্যন্ত এই তিনদিন হাসপাতালটির পুরুষ ওয়ার্ডের একটি বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর হৃদরোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। এছাড়াও রক্তশূন্যতায় ভুগছিলেন তিনি।
সোমবার বিকেল সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরে তার লাশ এই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়। গত তিনদিনে তাঁর খোঁজ নিতে কেউ যোগাযোগ করে নি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী জানান, মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য নরসিংদী মডেল থানা-পুলিশকে বিস্তারিত জানানো হয়েছে। পুলিশ তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, 'আমরা ওই ব্যক্তির পরিবারের সদস্য বা স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি। যদি পরিবারের সদস্য বা স্বজনদের কারো খোঁজ না পাওয়া যায় তবে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।'