• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর সাবেক এমপি মোসলেহ উদ্দিন ভূঞার মৃত্যুবার্ষিকী পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪০ পিএম
মোসলেহ উদ্দিন ভূঞা
মোসলেহ উদ্দিন ভূঞা


হলধর দাস

নরসিংদী জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) পালন করা হয়েছে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক এমপি নরসিংদী জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি প্রয়াত জননেতা মোসলেহ্ উদ্দিন ভূঞা'র ২৪তম মৃত্যু বার্ষিকী। 

আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭টা ৩০মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পবিত্র কোরআন খতম করা হয়, সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে স্থাপিত জননেতা মোসলেহ্ উদ্দিন ভূঞার প্রতিকৃতিতে জেলা আওয়ামীলীগ,শহর আওয়ামীলীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও জেলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঠন পুস্পস্তবক অর্পনের মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়, সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
 

অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সর্বজনাব জেলা আওয়ামীগের সংগ্রামী সভাপতি জি এম তাবেল হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুল, নরসিংদী শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীর ম্ুিক্তযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য একরামুল ইসলাম, জেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আব্দুল বাছেদ ভূঞা,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন টিপু,নরসিংদী শহর কৃষক লীগের সংগ্রামী আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঞা ইকবাল, সদস্য সচিব কাজী লোকমান হোসেন, জেলা কৃষকলীগ নেতা মনির হোসেন খন্দকার, প্রয়াত মোসলেহ্ উ্িদ্দন ভূঞার ছেলে জেলা আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান ভূঞা, কৃষক লীগ নেতা মামুন মিয়া, সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক নাইম মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ ও সাধারণ সম্পাদক রঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক সুতা পট্টির  মোড়ে জননেতা মোসলেহ্ উদ্দিন ভূঞার স্মরণে “মোসলেহ উদ্দিন ভূঞা স্মৃতি চত্ত্বর” এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ কামরুল ইসলাম কামরুল, নরসিংদী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জি এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ অন্যান্য নেত্রীবৃন্দ। 

বিকেল ১টা ৩০ মিনিটে সকল মসজিদ সমূহে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে করা হয় বিশেষ প্রার্থনা করা হয়। 
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ