হলধর দাস : নরসিংদীতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শত শত হিন্দু নর-নারী পূণ্যার্থীদের অংশগ্রহণে নরসিংদী পৌরসভা চত্বর থেকে বিকাল ৫টায় শুরু হয় এ রথযাত্রা। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পার্শবর্তী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাবর গ্রামে শ্রী শ্রী রাম-শীতা মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রার উদ্বোধন করেন ইসকন, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চু, সাবেক মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পতিত পাবন নিমাই দাস ব্রহ্মচারী, বিনয় স্বামী মহারাজ, জীবন দাস ব্রহ্মচারীসহ সনাতন ধর্মের বিভিন্ন অঙ্গ-সংগঠনের ভক্তবৃন্দ ও নরসিংদীর সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্দিরের পক্ষ থেকে জানানো হয়, ১০০ বছরের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী এই রথযাত্রাটি অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ভক্তবৃন্দরা মনের বাসনা পূরণের আশায় এই রথযাত্রাটিতে অংশগ্রহণ করেন। উল্টোরথ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।