• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে তিন শতাধিক মালটা গাছ কর্তন করে ফেলেছে দুর্বৃত্তরা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৯ পিএম
পলাশে তিন শতাধিক মালটা গাছ কর্তন করে ফেলেছে দুর্বৃত্তরা
কর্তনকৃত মালটা গাছ। ছবি : জাগো নরসিংদী

নাসিম আজাদ: নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে শামীম চৌধুরী নামে এক প্রবাসীর বাগানের তিন শতাধিক মাল্টাগাছ রাতের আঁধারে কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার গভীর রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় প্রবাসী শামীম চৌধুরীর স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহিদা বেগম জানায়, গত দুইবছর আগে তার স্বামী বাড়ির পাশে ১০০শতাংশ একটি পতিত জমিতে তিন শতাধিক মাল্টার চারা রোপণ করে। যেগুলোতে কিছু দিনের মধ্যেই ফলন আশার কথা।

গত প্রায় ৫মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টা বাগান স্ত্রী শাহিদা বেগম দেখাশুনা করতো।

আজ সকালে শহিদা বেগম বাগানে গিয়ে সব মাল্টারগাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিযয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শ নিয়ে থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

এব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, 'বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।'

জাগো নরসিংদী/প্রতিনিধি 

 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ