• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৪ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার
গ্রেফতারকৃত ৪ ডাকাত

হলধর দাস : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে  শহরের আরশিনগর এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো, নরসিংদীর পলাশ উপজেলার মোতালিব মিয়ার ছেলে ইয়াকুব (৩৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর হাসা এলাকার হেদু মিয়ার ছেলে শাহজাহান (৩২), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রুহিপাগারিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে সোহাগ (২৫) ও ভোলা জেলার লালমোহন থানার দক্ষিন আড়ালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে আরিফ (২২)। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, রাত্রীকালিন টহল ডিউটির সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় পিকআপ ভ্যানটি তল্লাশী করে ডাকাতির সরঞ্জাম তালা কাটার মেশিন, চাপাতি ও লোহার রডসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ইয়াকুব নামে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ ৯টি মামলা রয়েছে। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ