• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে সরকারি রাস্তা কেটে চাষাবাদের অভিযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
শিবপুরে সরকারি রাস্তা কেটে চাষাবাদের অভিযোগ 
রাস্তা কেটে চাষাবাদ

নিজস্বপ্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা কেটে তা ফসলি জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আপেল মিয়ার বিরুদ্ধে। প্রভাবশালী আপেল মিয়া হলেন বাড়ৈআলগী গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ১২ ফুট চওড়া ওই রাস্তা কেটে ফসলি জমি করা হয়েছে। সড়কের যেটুকু অংশ অবশিষ্ট সেখান দিয়ে হেঁটে চলাই কষ্টকর। সড়কটি হওয়ার পর এলাকার লোকজন ভালোভাবে চলাচল করতে পারতেন। এখন সড়কটি কেটে ফেলায় ওই এলাকার লোকজন  বিপদে পড়ে গেছেন।

মাওলানা হাবিবুর রহমান জানান,বাড়ৈআলগী- তেলিয়াপূর্বপাড়া ও তেলিয়া বাজারে এবং  মাদরাসায় যাতায়াতের জন্য স্থানীয় এমপি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন মহোদয়ের বিশেষ বরাদ্দ দিয়ে সরকারি হালটে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। আমি জানতে পারলাম ওই রাস্তা কেটে ফসলি জমি করা হয়েছে।

পুটিয়া ইউপি সদস্য আবদুল হান্নান বলেন, 'বিষয়টি আমার জানা নেই।'

পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ বলেন, 'এরকম কোন অভিযোগ আমার কাছে কেউ করেনি।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ