• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিদংদীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২৫৬টি গৃহহীন পরিবার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৩৩ পিএম
নরসিদংদীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২৫৬টি গৃহহীন পরিবার
গৃহহীন পরিবারকে ঘরের দলিল বুঝিয়ে দিচ্ছেন অতিথিবৃন্দ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে তৃতীয় পর্যায়ে  বৃহস্পতিবার(২১ জুলাই) নরসিংদীর ২৫৬ টি ভূমিহীন ও গৃহহীন  পরিবার  ঘর পেলো। এর মধ্যে রায়পুরা উপজেলায় ৩৭টি, এর মধ্যে হাইরমারা ইউনিয়নে ২৪টি, পলাশতলী ইউনিয়নে ০৭টি ও মহেষপুর ইউনিয়নে ০৬টি), শিবপুর উপজেলায় ২৯টি (এর মধ্যে পুটিয়া ইউনিয়নে ১০টি, সাধারচর ইউনিয়নে ০৭টি ও দুলালপুর ইউনিয়নে ১২টি), পলাশ উপজেলায় ৪২টি (এর মধ্যে চরসিন্দুর ইউনিয়নে ২০টি ও ডাঙ্গা ইউনিয়নে ২২টি), মনোহরদী ইউনিয়নে ১০৪টি (এর মধ্যে খিদিরপুর ইউনিয়নে ২৭টি, চরমান্দালিয়া ইউনিয়নে ২৮টি, শুকুন্দি ইউনিয়নে ১০টি, চালাকচর ইউনিয়নে ০৬টি, দৌলতপুর ইউনিয়নে ১০টি, বড়চাপা ইউনিয়নে ২০টি ও কাচিকাটা ইউনিয়নে ০৮টি) এবং বেলাব উপজেলায় ৪৪টি (এর মধ্যে পাটুলি ইউনিয়নে ১৪টি ও বেলাব ইউনিয়নে ৩০টি) গৃহ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়। তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারচুয়ালী উপস্থিত থেকে সারাদেশে একযোগে এসব ঘর প্রদান করেন।

জেলার মনোহরদীতে ১০৪টি উপকারভোগী পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এএসএম কাসেম, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায় প্রমুখ।

রায়পুরায় ৩৭টি উপকারভোগী পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন নরসিংদী’র জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। 

এসময় তিনি বলেন,সকলের সমঅধিকার নিশ্চিতকরণ ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অবিস্মরনীয় ও সুচিন্তাপ্রসূত এই উদ্যোগ  গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে পরিকল্পিত পদক্ষেপ ও সূক্ষ অনুসন্ধানের মাধ্যমে যোগ্যতা ও প্রয়োজনীয়তার নিরীখে উপকারভোগী নির্বাচন করা হবে। 

এসকল গৃহ নির্মাণ ও হস্তান্তর সংক্রান্ত কার্যক্রমের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করার জন্য প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান (তুষার), জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল ইসলাম, রায়পুরা উপজেলা চেয়ারম্যান আবদুস ছাদেক, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন প্রমুখ।

শিবপুরে ২৯টি উপকারভোগী পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য  আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

এসময় সাথে ছিলেন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল জাকী,  শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রমুখ। 

পলাশে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আফসানা চৌধুরী। এসময় সাথে ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মোজাহিদ হোসেন তুষার প্রমুখ।

বেলাবতে ৪৪টি উপকারভোগী পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহিন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে গত বুধবার (২০জুলাই) নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খাঁন তাঁর সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক গৃহ ও ঘর বিতরণের  বিস্তারিত বর্ণনা দেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম ইবনুল হাসান ইভেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ) শ্যামল চন্দ্র বসাক প্রমুখ।

প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক বলেন, 
এসকল ঘরে বিধবা, স্বামী পরিত্যক্তা, তৃতীয় লিঙ্গের নাগরিক, দলিত ও হরিজন, চর্মকার (মুচি), প্রতিবন্ধী, দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার, নদী ভাঙ্গন কবলিত পরিবার, কৃষি জমি ও বাস্তুভিটাহীন পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে।

“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এই দৃঢ় প্রত্যয়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। সারা দেশের ন্যায় নরসিংদীতেও এ কার্যক্রম অদম্য গতিতে এগিয়ে চলছে। নরসিংদী জেলায় এ কার্যক্রমের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ২৮৭টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। তৃতীয় পর্যায়ে নরসিংদী জেলার ৬টি উপজেলায় আরো ৪১৯টি ঘর নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ