• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৭ পিএম
রায়পুরায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা
পুলিশের বাধায় পণ্ড বিএনপির কর্মসূচি

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনে পুলিশী বাধার মুখে পন্ড হয়ে গেছে।

শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা পৌর শ্রীরামপুর এলাকায় প্রথমে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে।

পরে ৪ টায় পৌর এলাকার ঝুগিবাড়িমোর খোলা মাঠে নেতাকর্মীরা অবস্থান নেন। নেতা কর্মীরা ১০ দফা দাবিতে বক্তব্য দিলে পুলিশ তাতে বাধার মুখে কর্মসূচি পন্ড হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক প্রমুখ।

এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাগো নরসিংদী/শহজু
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ