
স্টাফ রিপোর্টার: নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবের যাত্রীদের তুমুল চাহিদা সাপেক্ষে অবশেষে ২৬ মার্চ থেকে ঢাকা-নরসিংদী ও ভৈরব রুটে চালু হচ্ছে একজোড়া কমিউটার ট্রেন। ২৬ মার্চ ভোর ৬টা ৪৫ মিনিটে ভৈরববাজার থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রা করবে ‘নরসিংদী কমিউটার’ নামে এই নতুন ট্রেন।
এই ট্রেনের আসন বিন্যাস অন্যান্য কমিউটার ট্রেনের মতো নয়। ‘নরসিংদী কমিউটার’ নামে এই নতুন ট্রেনটির আসন বিন্যাস মেট্রোরেলের মতো। দুই পাশে বেঞ্চের মতো আসন; মাঝে দাঁড়ানোর পরিসর বাড়ানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নরসিংদী কমিউটার -১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টা ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।