জাগো নরসিংদী ডেস্ক: নরসিংদীর শিবপুরের একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ । সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্রামের একটি পুকুর থেকে এই অর্ধ গলিত লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন।
পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শিবপুর মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, 'খবর পেয়ে বাহেরখোলা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করছি।'
এদিকে নরসিংদীর রায়পুরায় ঝোপের ভেতর থেকে রশিতে বাঁধা অবস্থায় বিজয় মিয়া (২৬) নামে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার আমিরগন্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের পূর্ব পাশে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিজয় মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার বাসিন্দা।
জানা যায় , বিকেলে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের পাশে ঝোপে গলায় রশি বাঁধা অবস্থায় মরদেহটি পরে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন পথচারী। পরে স্থানীয়রা আমিরগন্জ ফাঁড়ির পুলিশকে খবর দেন। নিহতের স্ত্রী ও স্বজনরা লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। স্বজনদের ধারণা হত্যার পর এখানে মরদেহ ফেলে রাখা হয়েছে।
এর আগে শনিবার বিকেলে নরসিংদীর বাসাইল এলাকার বাসা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন তিনি। এর পর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না তার পরিবার। অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে বলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন তার পরিবার ।
রায়পুরা থানার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফরিদ উদ্দিন জানান, ওই যুবক কীভাবে মারা গেছেন বিষয়টি এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বলা যাবে, কিভাবে তার মৃত্যু হয়েছে।