নিজস্ব প্রতিনিধি: জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঘোড়াশাল পৌরসভা শাখার সিনিয়র সহ সভাপতি মো: আলম মোল্লা।
গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
আলম মোল্লার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের বিশেষ অভিযানে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় পলাশের নিজ বাসা থেকে আলম মোল্লাকে গ্রেফতার করে পলাশ থানার এসআই আবুল কালাম আজাদ, শামসুল আলম ও সায়েদুর রহমান।
গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অবশেষে প্রায় ১৬দিন জেল হাজতে থাকার পর গত ২২ ডিসেম্বর আদালত জামিন মঞ্জুর করেন।
পলাশ উপজেলা বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান এই সরকারের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেলে রেখে দেশ চালাতে চায়।
পলাশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে শুধু শুধু মিথ্যে মামলা দেয়া হচ্ছে। পুলিশ ইচ্ছে করে সরকারকে খুশি রাখতে বিএনপির নেতাকমীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। পুলিশ এসব মামলা দিয়ে হয়রানির বিচার বাংলার মাটিতে একদিন হবে। সেদিন বেশি দূরে নয়। কারণ পৃথিবীর ইতিহাসে স্বৈরতান্ত্রিভাবে কেউ ক্ষমতায় তাকতে পারেনি, এই সরকারও পারবেনা।