• নরসিংদী
  • শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ভুয়া ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৫ পিএম
শিবপুরে ভুয়া ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা 
ভুয়া ওয়ারিশ সনদ

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে  ভুয়া ওয়ারিশ সনদে বৈধ ওয়ারিশ সনদ থেকে একজনের নাম বাদ দিয়ে জমি আত্মসাতের চেষ্টা করছে একটি জালিয়াত চক্র। 

ভুয়া ওয়ারিশ সনদে সম্পত্তি আত্মসাতে জড়িত অভিযোগ উপজেলার চক্রধা ইউনিয়নের বাডৈগাঁও গ্রামের মৃত  ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম ভূঁইয়া নয়নের বিরুদ্ধে। ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে ভূমি অফিস থেকে নামজারি করিয়ে নেয় সে। এতে প্রকৃত জমি মালিক রয়েছেন জমি হারানোর শঙ্কায়। অভিযোগ মৃত মুক্তারা বেগমের ছেলে হ্নদয়ের। প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান। অভিযোক্ত ইব্রাহিম ভূঁইয়া নয়ন জানান, ওয়ারিশ সনদ দিয়ে  প্রতারণা করিনি। কে করছে আমার জানা নেই। 

চক্রধা ইউনিয়নের বাডৈগাও গ্রামের মৃত -আশ্রাব আলী ব্যাপারী ছেলে মৃত বিল্লাত আলী ব্যাপারী মারা যাওয়ার সময় ০১ স্ত্রী, ০৪ পুত্র এবং ০১ কন্যাকে ওয়ারিশ রাখিয়া মারা যান। ওয়ারিশগণ হলেন
স্ত্রী মৃত-হরজান বিবি, পুত্র মৃত-মোঃ সহিদ, পুত্র মোঃ ছিদ্দিকুর, পুত্র মৃত মোঃ ছোলেমান, পুত্র মৃত-মোঃ উসমান, মেয়ে মৃত-মুক্তারা।

ভুয়া ওয়ারিশ সনদে বিল্লাত আলীর মেয়ে মৃত-মুক্তারা বেগমের নাম বাদ দিয়ে নামজারি করা হয়েছে বলে জানান মৃত মুক্তারার ছেলে হ্নদয়। নামজারি নং ১৮৫৬,২০১৬-১৭ইং। জমির আর এস খতিয়ান ৪৪৩,এস এ খতিয়ান ৬৪২,

এ বিষয়ে চক্রধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনজির আহমেদ খান  বলেন, ইউপি সদস্য ওয়ারিশের বৈধতা যাচাইয় করে অনুমোদন দেওয়ার পরে সনদ দেওয়া হয়। আমার পরিষদ থেকে কোন ভুয়া সনদ দেওয়ার কোন সুযোগ নেই। কেউ যদি কম্পিউটার দিয়ে করে থাকে তাদের বিচার হওয়া দরকার।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ