স্টাফ রিপোর্টার: নরসিংদী-১ সংসদীয় আসনে নৌকার সমর্থনে ব্যাপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক ও তার কর্মী সমর্থকরা। সোমবার (১ ডিসেম্বর) নৌকা প্রতীকের নৌকার সমর্থনে দলীয় নেতাকর্মীরা শহরের উপজেলা মোড় থেকে আজিজ বোর্ডিং, মানিক রোড, দাসপাড়া ও ভেলানগর বাজার এলাকায় এ গণ সংযোগ চালায়।
গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। কর্মীরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানান এলাকার ভোটারদের।
সংযোগে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, অ্যাডভোকেট শাহারিয়ার আহমেদ শিলার, তাঁতী লীগ নেতা মোহাম্মদ হিরন মিয়া, নরসিংদীপৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল শিকদার, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক রিয়াদ আহমেদ ও সুজন দাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা এক নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করে মিছিলটি উপজেলা মোড় থেকে আজিজ বোডিং হযে ভেলানগর বাজার পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।