হলধর দাস: নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে নরসিংদীর সাত জন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের প্রধান অতিথি ফুলেল শুভেচ্ছাসহ উত্তরীয় পড়িয়ে দেন এবং ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার প্রদান করেন।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মতিউর রহমান বীর বিক্রম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হাবিবুল্লাহ বাহার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বাদল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারিছুল হক এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সাধন দাস।
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, সেক্টরস কমান্ডারস ফোরাম’৭১ এর জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহ।
সংবর্ধনাপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রম এর পুত্র খলিলুর রহমান আপেল ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহারের স্ত্রী অধ্যাপিকা সেতারা বেগম ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের আবেগাপ্লুত অনুভূতির কথা শুনে অনুষ্ঠানের অতিথিগণ তন্ময় হয়ে পড়েন। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'মুক্তিযুদ্ধের কয়েকটি অনন্য গল্প আজকে শুনে মনে হয়েছে ইতিহাসের পাতায় এগুলো লিপিবদ্ধ হওয়া দরকার। আমরা এ পদে যে আজকে চাকুরী করছি তা এই মুক্তিযোদ্ধাদের অবদানেরই ফসল।'