• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ৬ দফা দাবি পেশ করে বৈষম্যবিরোধীদের সংবাদ সম্মেলন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২২ পিএম
নরসিংদীতে ৬ দফা দাবি পেশ করে বৈষম্যবিরোধীদের সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সাথে মিল রেখে ৬ দফা দাবি পেশ করেছে জেলার আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি পেশ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী বিকেলে  নরসিংদীতে বিক্ষোভকর্মসূচি পালন করা হয়।  কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। 

সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদীর সমন্বয়কদের পক্ষে বক্তব্য রাখেন শাহজালাল রহমতুল্লাহ। তিনি বলেন, কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের সাথে একাত্মতা পোষণ করে অসহযোগ আন্দোলনে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষে আরও ৬ দফা দাবি পেশ করা হয়।


পেশ করার দাবি গুলোর মধ্যে রয়েছে 


১. রবিবার (৪ আগস্ট) কাল  থেকে সকল পরিবহন অনির্দিষ্টকালের জন্য  বন্ধ থাকবে।

২. জেলার কল-কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানসমৃহ ছাড়া অন্য  সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৪. সপ্তাহে একদিন রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ব্যাংক সেবা চালু থাকবে।

৫. জরুরি সেবা হাসপাতাল,  ফার্মেসী খোলা থাকবে।

৬. নরসিংদীতে জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম করা হবে, এ ব্যাপারে আগ্রহীদের সমন্বয়কদের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

তিনি আরও বলেন,  আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা সরকারকে কোন ট্যাক্স দিবো না, সরকারকে কোন সহযোগীতা করবো না। যারা আমাদের উপর গুলি চালাতে পারে তাদের কোন সহায়তায় আসবো না। শুক্রবারের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলার ঘটনায় নিন্দা জানাই। আমাদের অন্যতম সমন্বয়ক তমাল গুরুতর আহত অবস্থায় আইসিও তে চিকিৎসাধীন আছে। তার জন্য দোয়া করবেন।  আগামীকাল রবিবার  দুপুর ১২ টা থেকে কারফিউর আগ পর্যন্ত আমরা ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে  কর্মসূচি পালন করবো।

তবে শনিবারের কর্মসূচিতে নরসিংদীর জেলখানা মোড়ের আশেপাশে কোন পুলিশ সদস্যকে দেখা যায়নি। পাশাপাশি আন্দোলনকারীদেরকে কোনো রকম পুলিশি বাধায় পড়তে হয়নি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ