
হলধর দাস :
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনতে তাদের হাতে বেশি বেশি বই তুলে দিতে হবে। আর এই কাজটি প্রত্যেক পরিবারে অভিভাবকদেরই করতে হবে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করবো। নির্ধারিত বই আমরা সিলেকশন করে দিবো। শিক্ষার্থীরা সেটা পড়ে প্রতিযোগিতায় রিভিও করবে। এতে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে।
তিনি গত ২৮ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) মহান একুশ উপলক্ষে সপ্তাহকালব্যাপী আয়োজিত বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সুযোগ্য সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রসাশক(রাজস্ব) অনজন দাশ।
প্রধান অতিথি আরও বলেন, প্রথাগত নিয়ম অনুসারে আমরা মহান একুশে বই মেলার আয়োজন করে থাকি। এবারও আমরা আয়োজন করেছি। তবে এবার জানুয়ারি মাস থেকেই আমরা বিভিন্ন কারণে অনেক ব্যস্ত ছিলাম। তাই বই মেলার আয়োজনটা এবার অনেক ছোট আংগিকে হয়েছে। ভবিষ্যতে আমরা অনেক বড় আঙ্গিকে এর আয়োজন করতে পারবো।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অনজন দাশ, শিল্প কলা একাডেমির শিক্ষার্থী , শিশু একাডেমির শিক্ষার্থী , বাঁধন হারা থিয়েটার স্কুল ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।