নিজস্বপ্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদি গ্রামে ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। কুমরাদি গ্রামের জনাব আলী খন্দকারের ছেলে শাহজাহান খন্দকারের সকল সম্পত্তি তার ভাই মো: কামরুজ্জামান খন্দকার (কালাচাঁন)র কাছে বিক্রি করে বিদেশে চলে যায়।
দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে থাকাবস্থায় বিদেশ থেকে এসে বাড়ির পাশের কিছু অংশের জমি ভাই শাহজাহান খন্দকার জোরপূর্বক দখল করে নিতে অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া প্রতিবেশী আশরাফ খন্দকার ও শফিকুল ইসলাম খন্দকারের জমিও জবর দখল করে নেয়ার জন্য এই শাহজাহান খন্দকারের নেতৃত্বে সেফায়েতুল আলম, জুনায়দুল হক ও নাজমুল আলম খন্দকার সহ ২০/২৫ জনের একটি দল নিয়ে একাধিবার জমি দখলের চেষ্টা চালায়।
সর্বশেষ ৮ আগষ্ট সকালে কতিপয় ব্যক্তিরা জমি দখলের অপচেষ্টা চালায়। এরই অংশ হিসেবে জমিতে থাকা বিভিন্ন গাছ পালা কেটে ফেলে ও বাড়িঘরে ভাংচুর চালায়।
এসময় আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় কামরুজ্জামান খন্দকার ও আশরাফুল আলম খন্দকার পৃথকভাবে শিবপুর মডেল থানায় সাধারণ ডায়রী করেন। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।