স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্ত:নগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় চোখের সামনেই পিতার মৃত্যু দেখে সাথে থাকা ছেলে আব্দুল হাকিম (১৮) অজ্ঞান হয়ে পড়ে। রবিবার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের সামনের পুরাতন রেল ব্রীজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মনসুর মিয়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত মিয়া শাহের ছেলে। তিনি ঘোড়াশালে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিল। রবিবার সকাল থেকে যথারীতি মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রীজের মাঝমাঝি রেললাইনে রঙের কাজ করছিল। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ব্রীজের দিকে আসতে দেখে তিনজনই ব্রীজ পার হতে দৌঁড়াতে থাকেন।
এক পর্যায়ে একটু সামনে এসে ব্রীজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও বৃদ্ধ মনসুর সেখানে পৌছতে পারেনি। এসময় ছেলের সামনে ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুই খন্ড হয়ে ব্রীজের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে পিতার এমন মৃত্যূ দেখে নিরাপত্তা চৌকিতে থাকা ছেলে আব্দুল হাকিম অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ছেলেকে উদ্ধার করে রেল স্টেশনে নিয়ে আসেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বাবু।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) শহীদুল্লাহ্ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত মনসুর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।