স্টাফ রিপোর্টার: নরসিংদী-২ ( পলাশ) আসনে জাপা প্রার্থীর নামে বিভিন্ন প্রোপাগাণ্ডা, কর্মী সমর্থকদের ভয়ভীতি, হুমকি, পোস্টার পুড়ানো ও ছিড়ে ফেলার অভিযোগ করেন প্রতিপক্ষের প্রার্থীর বিরুদ্ধে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থী এ.এন.এম রফিকুল ইসলাম সেলিম এমনটাই জানান।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী বলেনম তার দলের কর্মী-সমর্থককে ভয়ভীতি, হুমকি ও তার পোস্টার ছিড়ে সেগুলো পুড়িয়ে ফেলার অভিযোগ করেন এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা ভোটারদের মাঝে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে জাতীয় পার্টির প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না। জাতীয় পার্টির ভোট আমাদেরই ভোট।
তিনি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ‘সুষ্ঠু ভোট হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানায়। একইসাথে ভোটাদের নিশ্চিত করতে চাই ভোটের মাঠে শেষ সময় পর্যন্ত আমি আছি এবং থাকব।’
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব এডভোকেট সারোয়ার মোল্লা, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আলম, জাপা নেতা আশফাকুর রহমান খান, দেলোয়ার হোসেন পাঠান স্বপন মেম্বার, এমদাদুল হক দুলু, আব্বাস উদ্দিন তারা মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।