• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় পিকআপ ভ্যান -অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
রায়পুরায় পিকআপ ভ্যান -অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত 
ছবি প্রতিনিধি

স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে আরশিনগর-রায়পুরা আঞ্চলিক সড়কের আমীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রায়পুরার চরসুবুদ্ধি থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা আমীরগঞ্জ হয়ে নরসিংদী যাওয়ার পথে হাসনাবাদ বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৪জন মারা যায় এবং দুইজন আহত হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যূর বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তবে নিহত ৪ জনই অটোরিকশার যাত্রী কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত না। ঘটনাস্থলে পুলিশ আছে এবং ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ