• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মৃত্যুর ২২ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৪৩ পিএম
।নরসিংদীতে মৃত্যুর ২২ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
শিশু সাফাত

হলধরদাস :

নরসিংদীতে মৃত্যুর ২২ দিন পর সাফাত সালমান নূর নামে ১ বৎসর ৩ মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নরসিংদীর ভূমি অধিগ্রহণ শাখা ও জে এম শাখার সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক এর উপস্থিতিতে নরসিংদীর মাধবদী থানাধীন বৈলাইন এলাকা থেকে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে এ লাশ উত্তোলন করা হয়।

নিহতের পিতার শাহাদাত হোসেনের অভিযোগের ভিত্তিতে জানা যায়, মাধবদী থানাধীন বৈলাইন এলাকার মোঃ নবাব উদ্দিনের ছেলে মোঃ শাহাদাত হোসেনের সহিত রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ী এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তার (২২) এর প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর তাদের কোল আলোকিত করে সাফাত সালমান নূর নামে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। এর পর বৃষ্টি আক্তারের পিতা মাতা নাতিসহ মেয়ে ও মেয়ের জামাইকে মেনে নেয়। কিছুদিন পূর্বে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বৃষ্টি অজ্ঞাত এক যুবকের প্রেমে পরে। 

গত ০৬/০১/২০২২ তারিখ কাউকে কিছু না বলে শিশু সন্তানসহ বাড়ী থেকে চলে যায়। পরবর্তীতে খোঁজ করে সে পিত্রালয়ে আছে জানতে পেরে তার স্বামী তাকে আনতে গেলে সে আসবেনা বলে জানিয়ে দেয়। পরে চলতি মাসের  ০২ তারিখ  বিকেলে তার সন্তানের মৃত্যুর সংবাদ পায়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে শাহাদাত ও তার স্বজনরা শ্বশুর বাড়ীতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখে।

ওই সময় ছেলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে তরিঘরি করে লাশ দাখন করে ফেলে। পরে স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে কথিত প্রেমিকের সাথে তার ছেলেকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পারে। পরে ১৭ ই ফেব্রুয়ারী রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এঘটনায় নিহতের মা বৃষ্টি আক্তারকে আটক করেছে পুলিশ। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার নিহত শিশু সাফাত সালমান নূর এর লাশ উত্তোলন করা হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ