• নরসিংদী
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪০ পিএম
নরসিংদীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা

হলধর দাস: নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন একাধিক কর্মসূচী গ্রহণ করেন।

সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।  

সকালে পুষ্পস্তবকের পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা অহিভূষণ চক্রবর্তী, হাবিবুর রহমান হাবিব, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মোঃ একরামুল ইসলাম, আব্দুল বাছেত ভূইয়া, শ্যামল সাহা, তাহমিনা আক্তার লাইলি প্রমুখ। 

বক্তাগণ ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। 

অপর দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি’র নরসিংদী মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী পৌর সভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পিবৃন্দ গান, নৃত্য পরিবেশন করে। 

উল্লেখ্য, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোম্স’র  ৮ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তী দাস সূচী একক নৃত্য পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। 

পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ