স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক এর উপসহকারী পরিচালক আহমেদ আশরাফ চৌধুরী।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক সেতারা বেগম, সদস্য সিনিয়র সদস্য হলধর দাস, মুস্তাক আহমেদ ভূঁইয়া, কাজী আনোয়ার কামাল, মঞ্জিল এ মিল্লাত , মোখলেছুর রহমান রানা, মনোহরদী উপজেলা কমিটির সভাপতি আনিসুর রহমান সরকার মানিক, রায়পুরা উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল অদুদ মিয়া, মনোহরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ফকির, বেলাবো উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী প্রমুখ।
সভায় জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম আগামী ৯ ডিসেম্বর -২০২৩ নরসিংদী জেলা এবং সকল উপজেলায় "আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩" উদযাপন উপলক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানান। সকলে এতে একমত পোষণ করে যথাযথভাবে দিবসটি উদযাপনের কথা ব্যক্ত করে জেলা- উপজেলা শাখার উপস্থিত সভাপতি, সম্পাদক ও সদস্যগণ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সভার সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী।
আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে এলাকার দৃশ্যমান ও উন্মুক্ত স্থান এ দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, ১। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে জাতীয় সংগীত পরিবেশন, ২। জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ৩। ফেস্টোন ও বেলুন উড়ানো ও ৪। দিবস উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা।
সকাল ৯টা থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন। মানববন্ধনে অংশগ্রহণ করবেন সকল সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, দুদকের বিভাগীয় কার্যালয় জেলা কার্যালয়/সমন্বিত জেলা কার্যালয়/জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি,গার্লস গাইড এবং স্কাউটস সদস্যবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।
সকাল ১০ থেকে ১২টার মধ্যে " দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন উল্লেখযোগ্য।