• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৪১ পিএম
শিবপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন 

নিজস্ব সংবাদদাতা: নরসিংদীর শিবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ মাঠে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিজয়মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোছা. ফারজানা ইয়াছমিন। 

এ উপলক্ষে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মান্নান পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল  ইসলাম মৃধা। পরে তাঁর নেতৃত্বে একটি বিজয় র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

তাছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেন।

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ