• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম
নরসিংদীতে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন 

স্টাফ রিপোর্টার :" সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  'শান্তি, সহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষিত করতে' নরসিংদীতে বুধবার  (২ অক্টোবর) আন্তর্জাতিক অহিংস দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে। 

দি হাঙ্গার প্রজেক্ট এর অধীন নরসিংদী সদর পিস ফ্যাসিলিটিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর অংশগ্রহণে নরসিংদী প্রেস ক্লাবের সামনের চত্বরে এই মানববন্ধন ও শান্তি পদযাত্রা
কর্মসূচি পালন করা হয়। 
পিস অ্যাম্বাসেডর ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও নরসিংদী জেলা পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক হলধর দাস এর  সঞ্চালনায় 'সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি'- শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচিতে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিএফজি সদস্য পিস এম্বাসেডর  এম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, আসাদুজ্জামান খোকন,খোরশেদ আলম মাস্টার, সতীশ চন্দ্র বিশ্বাস, মোস্তাক আহমেদ ভূঞা,দেলোয়ার হোসেন ভূঞা, মনজিল এ মিল্লাত, মোসলেহ উদ্দিন মাস্টার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,জয়নাল আবেদীন,আরিফ আহমেদ, সাইফুল ইসলাম সানি  প্রমুখ। 

বক্তাগণ  নাগরিক অধিকারের প্রশ্নে মানুষকে সচেতন,সংগঠিত ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে  বলেন,  এই দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা ঐক্য ও শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরস্পরের প্রতি সদভাবাপন্ন। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিটি ধর্মের মর্মবাণী হলো, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য। 
ইসলাম ধর্মের পবিত্র কোর আন এর সুরা আন নিসা: ১১৪ তে বর্ণিত আয়াতে তিনটি কাজকে উত্তম বলে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত দান-খয়রাত, দ্বিতীয়ত সৎকাজ ও তৃতীয়ত পারস্পরিক অহিংসা। হিন্দু ধর্মের মহাভারতের মহাপ্রস্থানিক পর্বের শ্লোকে অহিংসার গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে, 'অহিংসা হল সর্বোচ্চ ধর্ম, অহিংসা হল সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ'। বুদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ বলেছেন, "অহিংসা আপনার মনে শান্তি প্রতিষ্ঠা করে।" যিশু খ্রিস্ট তাঁর অনুসারীদের অহিংসা এবং শত্রু-প্রেমের ছন্দ অনুসরণ করতে বলেছিলেন, 'তোমার শত্রুদের ভালবাস, যারা তোমাকে ঘৃণা করে তাদের ভালো কর, যারা তোমাকে অভিশাপ দেয় তাদের আশীর্বাদ কর এবং যারা তোমাকে অপব্যবহার করে তাদের জন্য প্রার্থনা কর। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ