• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে ১৮ লাখ টাকার সিগারেটসহ ৫ চোর গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৫ পিএম
মনোহরদীতে ১৮ লাখ টাকার সিগারেটসহ ৫ চোর গ্রেফতার
গ্রেফতারকৃত ৫ চোর

হলধর দাস: নরসিংদীর মনোহরদী থেকে চুরি হওয়া প্রায় ১৮ লাখ টাকার সিগারেটসহ আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত শনিবার সকালে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্টিবিউটর জে.আর কর্পোরেশন লি. থেকে সিগারেট চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার(২৬ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুরের হাইমচরের পশ্চিম রামকৃষ্ণ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে রতন (৩০), নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার রূপসী কাজীপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে নূর ইসলাম (২৮), অহিদ মিয়ার ছেলে সিয়াম (১৯), সোনারগাঁও থানার সোনাপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো: মোফাজ্জল হোসেন (৪০) ও কাঁচপুর বাজার এলাকার হরিলাল সাহার ছেলে সুজন সাহা (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মনোহরদীতে ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্টিবিউটর জে.আর কর্পোরেশন লি. এর গোডাউন থেকে ৯টি তালা ভেঙ্গে প্রায় ১৮ লাখ টাকার সিগারেট চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলার পর চুরিকৃত সিগারেট উদ্ধার ও জড়িত চোরচক্রকে গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখা। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া প্রায় ১৮ লাখ টাকার বিভিন্ন সিগারেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, দেশের বিভিন্ন জেলায় নিয়মিত চুরি করার আগে তারা স্পট রেকি করে কৌশলে বড় ধরনের চুরি সংঘটিত করে থাকে। রোজার মাসে সেহরির পর থেকে পাহারাদার ও অন্যান্য লোকজন না থাকার সুযোগে সকাল বেলা চুরির ঘটনা ঘটায় তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকার খিলগাঁও, কুমিল্লার লাকসাম, চাঁদপুরের হাইমচর থানাসহ বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ