নাসিম আজাদ: সুজন-সুশাসনের জন্য নাগরিক নরসিংদীর পলাশ উপজেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব পলাশ মোড় লেটস্ গো রেষ্টুরেন্টে সুজন-সুশাসনের জন্য নাগরিক পলাশ উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক নরসিংদী জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সুজন পলাশ উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন নরসিংদী জেলা কমিটির সম্পাদক সাংবাদিক হলধর দাস, সুজন পলাশ উপজেলা কমিটির উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহ্ বোরহান মেহেদী ও অধ্যাপক আনিসুর রহমান শিপলু।
পলাশ উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক নাসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা সুজনের সহ-সভাপতি জিয়াউর রহমান জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ বকুল মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক এস এম আজিজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ মিয়া,কার্যকরী পরিষদের সদস্য সার্জেন্ট মন্জুর মিয়া,সাইদুল আলম মাসুম, কর্পোরাল আমজাদ হোসেন আকন্দ ও সার্জেন্ট ইসমাইল হোসেন প্রমুখ। সভায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।