স্টাফ রিপোর্টার
নরসিংদীতে গরীব অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপির একাংশ। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এর নির্দেশে জাতীয়তাবাদে বিশ্বাসী নরসিংদীর জনগণ সংগঠনের ব্যানারে মঙ্গলবার পৌর শহরের শালিধা স্কুল মাঠে ৯ নং ওয়ার্ডের প্রায় ৩ শ' শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব) জয়নাল আবেদীন, নরসিংদী জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস আহমদ খোকন, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার জেলা যুবদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন রোকন, মোমেন খান স্মৃতি পরিষদের সদস্য সচিব সারোয়ার মৃধা, জেলা বিএনপি'র জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানু, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়া, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কামাল, এডভোকেট কানিজ ফাতেমা প্রমুখ নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত নেতারা জানান, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এর নির্দেশে নরসিংদীর জেলায় সকল এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার নরসিংদী পৌর শহরের ৯নং ওয়ার্ডের ৩ শ' মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আগামীকাল বুধবার ৬ নং ও ৭নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে।