• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১২ ফেরুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৮ পিএম
পলাশে যুবকের মরদের উদ্ধার, প্রতিকী ছবি
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইনুল হক (২৩) নামে এক যুবকের গলাকাটা মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারের ডেন্টাল হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ  উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঘোড়াশাল বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় মাইনুল। এরপর আর বাড়িতে ফিরেনি। তারপর থেকে মাইনুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মাইনুলের আর কোনো খোঁজ-খবর না পেয়ে পলাশ থানায় একটি নিখোঁজ জিডি করেন নিহতের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০)। তারপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন থানা পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, 'শুক্রবার সকালে নিহত মাইনুল হকের স্ত্রী থানায় এসে একটি নিখোঁজ বিষয়ে জিডি করেন। এরপর মাইনুল হকের কল লোকেশন এনে জানতে পারি তার শেষ অবস্থান ঘোড়াশাল বাজার। তারপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্ত করার মধ্যেই খবর পাই যে মাইনুলের গলাকাটা লাশ তার কর্মস্থল টুথ অফিস (ডেন্টাল হাসপাতালে পড়ে আছে।'

শনিবার বিকালে টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) এর ডাক্তার শিহাবুল হক এসে অফিস খুলতেই দেখতে পায় ভিতরে গলাকাটা অবস্থায় মাইনুল হকের লাশ পড়ে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনার রহস্য উদ্ঘাটন করাসহ ঘাতককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ