
নাসিম আজাদ: নরসিংদীর ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীতে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার কাঁঠালিয়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল সিকদার জানান, 'নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তার লাশ নদীর পানিতে ডুবে ছিল। এতে তার সারা শরীর ফুলে গিয়ে বিভৎস রূপ নিয়েছে। তার পরনে ছিল ধূসর কালো টিশার্ট ও কালো জিন্সের প্যান্ট।'
স্থানীয় লোকজন ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার কাঁঠালিয়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এক যুবকের লাশ ভেসে থাকতে দেখেন গোসল করতে আসা লোকজন। এ সময় স্থানীয় ঘোড়াশাল ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলে তারা মাধবদীর বঙ্গারচর নৌ পুলিশ স্টেশনে খবর দেন।
পরে বিকেল তিনটার দিকে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল করেন। এ সময় স্থানীয় লোকজনসহ বিভিন্ন মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে পরিচয় শনাক্ত করতে না পেরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবদীর বঙ্গারচর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, 'নিহত যুবকের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা তার নাম-পরিচয় জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় আমাদের নৌ পুলিশ স্টেশনে একটি অপমৃত্যু মামলা হয়েছে।'