• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা কারাগারে হাজতির মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৪ পিএম
নরসিংদী জেলা কারাগারে হাজতির মৃত্যু
ছবি : সংগৃহীত

স্টাফরিপোর্টার: নরসিংদী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম সুমন মিয়া (২৩)।মৃত্যুবরণকারী  সুমন মিয়া সদর উপজেলার চরাঞ্চলের বাখন নগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে। 

শুক্রবার (১৩ মে) বিকেলে  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার শফিউল আলম।গত বছরের সেপ্টেম্বরে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় আদালত তাকে জেলে পাঠায়।

জেলা কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ সুমন মিয়ার বুকে ব্যথা শুরু হয়। তখন তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা কারাগারের জেল সুপার শফিউল আলম জানান, ওই হাজতির স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।'

তিনি বলেন, 'লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ