• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বিএনপি নির্বাচনকালীন সরকার চায় : ড. মঈন খান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম
বিএনপি নির্বাচনকালীন সরকার চায় : ড. মঈন খান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড: আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার একবা র ১৫৩টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। আরেকবার দিনের ভোট রাতে করে নির্বাচিত হয়ে তারা সরকার ঘঠন করে। 

আগামী নির্বাচন  নিয়ে তিনি আরও বলেন, এই সরকার হয় বিএনপির চাপে নয় তাদের প্রজ্ঞায় একটি নির্বাচনকালীন সরকার গঠন করবে। আর যদি তারা তা না করে তাহলে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠন করে একটি গনতান্ত্রিক নির্বাচন পরিচালনা করা হবে। সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিবক সরকার চাই। 

আজ সকালে পলাশের চরনগরদীর নিজ বাড়িতে খান ফাউন্ডেশনের প্রতিস্ঠাতা ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের স্ত্রী বেগম খুরশিদা বাবহতনুর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খান ফাউন্ডেশনের আয়োজনে পারিবারিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড: রোকসানা খন্দকারের সভপতিত্বে পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, মঈন খানের বড়বোন ঢাবির সাবেক শিক্ষক বেগম ফউজিয়া আলী, মঈন খানের মেয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: মাহরিন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলম মোল্লা সহ বিভিন্ন স্রেণীর দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 
শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/রাসেল 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ