• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৫ পিএম
নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা
বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে চিনিশপুরের জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে ফিরে যায় বিক্ষোভ মিছিলটি। পরে সেখানেই সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, 'জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে ব্যবসা ও শিল্পসহ সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে, যার জন্য বর্তমান সরকার দায়ী।'

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে খায়রুল কবীর খোকন আরও বলেন, বর্তমান সরকার জনগণের ওপর জুলুম করছে। অতীতেও কোনো জুলুমবাজ সরকার ক্ষমতায় টিকে থাকেনি, এই সরকারও টিকবে না। জোর করে এই সরকার ক্ষমতা দখল করে আছে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কবির কামাল, আমিনুল হক বাচ্চু প্রমুখ।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ