আবুল কাশেম: সারা বাংলাদেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২২ এর অ্যাপস, ট্যাবলেট ও নেটওয়ার্ক টেস্টিং প্রশিক্ষণে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের শুমারি তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত এক যোগে দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা কাজ শুরু হবে। এরই অংশ হিসেবে গত ৯ থেকে ১২ জুন পর্যন্ত এই চার দিন আলোকবালী ইউনিয়নের সকল তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার মিলে মোট ৫২ জনের মধ্যে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক (জোনাল অফিসার) মোঃ আমিনুল হক, আইটি সুপার কাওছার আহমেদ, আজ (রবিবার) আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী ,সাবেক ইউপি সদস্য মাওলানা আলাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।