• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে সড়ক সংস্কার কাজ শেষ হতে না হতেই ধ্বসে পড়ছে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম
শিবপুরে সড়ক সংস্কার কাজ শেষ হতে না হতেই ধ্বসে পড়ছে 
সড়কের ধ্বসে পড়া একাংশ

শেখ মানিক: নরসিংদীর শিবপুরে সড়ক সংস্কার কাজ শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থানে ধ্বসে গেছে।। কাজের গুণগত মান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমন ঘটনার সৃষ্টি হয়েছে শিবপুর- জাল্লারা সড়কে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। 

উপজেলা প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, গ্ৰামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের অধীনে ৩ কিলোমিটার সড়ক সংস্কারে চুক্তি মূল্য ১ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৫৩২ টাকা বরাদ্ব করা হয়। প্রাক্কলিত মূল্য ছিল ২ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৮১১ টাকা। সর্বনিম্ন দর দাতা হিসেবে কাজটি বাস্তবায়নে দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক এন্টারপ্রাইজ মনোহরদী, নরসিংদী। 

এলাকাবাসী জানায়, গত ১৫/২০ দিন আগে কার্পেটিংয়ের কাজ শেষ করেছেন ঠিকাদার । নির্মাণ কাজ শেষ হতে না হতেই সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে পুকুর গর্ভে  ধ্বসে গেছে  সড়কটি। এই সড়কের ধনাইয়া এলাকায় পুকুরের পাশে সংস্কার করার আগেও বেহাল অবস্থা ছিল। যথাযথভাবে মেরামত না করায় সামান্য বৃষ্টিতে রাস্তাটি আবারো পুকুর গর্ভে চলে গেছে।

স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের অনিয়ম ও উদাসীনতায় সড়কটিতে নিম্নমানের কাজ হওয়ায় এভাবে ধ্বসে গেছে। সড়কটি এভাবে ধ্বসে যাওয়ায় ওই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। 

প্রকল্পের ঠিকাদার তারেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিস কর্তৃক নির্দেশনা অনুযায়ী রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেছি। পুকুরের পাশে রাস্তায় গাইডওয়াল না থাকায় ধ্বসে গেছে। বাঁশ ও ড্রাম দিয়ে যা করেছি তা অতিরিক্ত কাজ করেছিলাম।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন , 'ধ্বসে গেছে সমস্যা নাই, তা পুনরায় ঠিক করে দেয়া হবে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ