• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বিশ্ব সুখী দেশের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৪ পিএম
বিশ্ব সুখী দেশের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে
জাতীয় পতাকা হাতে শিশু

বাসস : বিশ্ব সুখী দেশের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে।  প্রতিবেশী ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে  রয়েছে  বাংলাদেশ।
জাতিসংঘ-স্পন্সরড ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ শুক্রবার প্রকাশিত অনুযায়ী, ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৪তম স্থানে রয়েছে।

সুখী দেশের সূচকে ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং শ্রীলঙ্কা যথাক্রমে ১৩৬তম, ১২১তম, ১২৬তম ,১২৭তম এবং নেপাল  ৮৪তম স্থানে রয়েছে।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের একটি প্রকাশনা। এটিতে তাদের নিজস্ব জীবন মানের উপর ভিত্তি করে জাতীয় সুখের নিবন্ধ এবং র‌্যাঙ্কিং রয়েছে, প্রতিবেদনটি বিভিন্ন জীবন মানের উপাদানের সঙ্গেও সম্পর্কিত।

আগের বছরের প্রতিবেদনে ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
বিশ্বে সুখী দেশের  সূচকে পঞ্চম বারের মতো শীর্ষে রয়েছে  ফিনল্যান্ড।  তারপর   রয়েছে যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইজরায়েল এবং নিউজিল্যান্ড ।

তালিকায় আফগানিস্তান সবচেয়ে অসুখী, তারপরে রয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বতসোয়ানা, লেসোথো এবং সিয়েরা লিওন।

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ