স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল ছাত্র-জনতার বিনিময়ে অর্জিত হয়েছে নতুন স্বাধীনতা সেই নিহতদের স্মরণে নরসিংদীতে কালো পতাকা নিয়ে শোক র্যালি করেছে জেলা ছাত্রদল। বুধবার (২১ আগষ্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পিলখানা হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠা হত্যা, শাপলা চত্বরে নিরিহ মানুষদের গণহত্যা, গত ১৫ বছরে অসংখ্য সাধারণ মানুষকে গুম, খুন, হামলা, মামলা দিয়ে নির্যাতন, কোটা আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্বরণে এ শোক র্যালি অনুষ্ঠিত হয় ।
র্যালিটি পৌর শহরের নরসিংদী সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে জেলখানা মোড়, ভেলানগর বাসস্ট্যান্ড ও বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনুদ্দিন ভুইয়ার, জেলা ছাত্রদলের সি: যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, সাবেক যুগ্ম আহবায়ক রুবেল প্রধান, জেলা ছাত্রদল নেতা তানিম, ফাতিন, কাউসার, শিহাব, ওমর, মাহবুব, শহর ছাত্রদল নেতা ফাহিম ভুইয়া অভি, শেখ সাফিয়ান জাবের, লিমন, তাসিন, কলেজ ছাত্রদল নেতা মাইদুল, তালহা, রিয়াদ, সদর থানা ছাত্রদল নেতা বশির, তাঁত বোর্ড ইনস্টিটিউট আহ্বায়ক অপু সহ নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়াও পৌর শাখা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল ও জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরনে কালো ব্যাজ ধারন করে।