নিজস্ব প্রতিনিধি: দেশি-বিদেশী ও প্রচলিত-অপ্রচলিত ফল শিক্ষার্থীদের মাঝে পরিচিত ও খাদ্য তালিকায় নেয়ার লক্ষে নরসিংদীতে দিনব্যাপী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পিনাকল চ্যার্টার স্কুল এন্ড কলেজের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবের উদ্বোধন করেন।
মেলায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ কয়েকশত দর্শনার্থী উৎসব উপভোগ করেন। মেলায় আম, জাম, কাঠাল, লিচু, আনারস, কলা, পেঁপে, আপেল, মাল্টাসহ প্রায় ৮৫ প্রকারের ফল প্রদর্শিত হয়।
সবশেষে মেলায় প্রদর্শিত বিভিন্ন ক্যাটাগরিতে স্টলের প্রতিনিধিদের হাতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আবু মো. আজমল মোর্শেদ, নরসিংদী বিয়াম স্কুলের অধ্যক্ষ প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস এম ইমরান ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যরা।