স্টাফ রিপোর্টার: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নরসিংদীর জেলা বিএনপির আহবায়ক খয়রুল কবির খোকন এবং সকল রাজবন্দীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে ভিতর থেকে মিছিলটি বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়লে পরে কার্যালয়ের ভিতরেই মিছিলটি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহির নেতৃত্বে এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম গোলাম কবির কামাল, আকবর হোসেন, দীন মোহাম্মদ দীপু, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য আলমগীর হাবিব, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা মহিলাদলের সভাপতি এড. উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদসহ জেলা বিএনপি’ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মঞ্জুর এলাহির বলেন, ভোট বিহীন এই সৈরাচারি সরকারকে জনগন প্রত্যাখান করেছে যার প্রমান ভোটের দিন ভোটার বিহীন ভোট কেন্দ্র ছবি। যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেশের মানুষ ডামি প্রার্থীদের এই সরকার আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। মিছিলে বিএনপি’র সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবি জানান।