• নরসিংদী
  • মঙ্গলবার, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ২২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নকশিস’র উদ্যোগে শান্তি সম্প্রীতি ও শহীদের স্মরণে দোয়া


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০৩ পিএম
নকশিস’র উদ্যোগে শান্তি সম্প্রীতি ও শহীদের স্মরণে দোয়া

স্টাফ রিপোর্টার: নরসিংদী কলেজ শিক্ষক সমিতি (নকশিস) পক্ষ থেকে শান্তি স্বস্তি সম্প্রীতি ও কোটা আন্দোলনে শহীদের স্মরণের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

নকশিস’র সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা সভায় বক্তব্য রাখেন  নকশিস’র সিনিয়র সহ সভাপতি ও মনোহরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আলতাফ হোসেন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান বকুল, তাফাজ্জল হোসেন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আযম কাঞ্চন, প্রবীন শিক্ষক নেতা মোহাম্মদ শাহ আলম, নকশিস’র সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ পরিষদ নরসিংদীর সভাপতি ও নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, শীলমান্দি জামেয়া ইসলামিয়া দা. মাদ্রাসার সুপার মো. খোরশেদ আরমান বাতেন, নরসিংদী পাবলিক কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল হক, নকশিস প্রাথমিক বিদ্যালয় সভাপতি খোরশেদ আলম, রোভার নরসিংদী জেলা শাখার সম্পাদক মুহাম্মদ আবদুল বাতেন, দৈনিক খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, নকশিস’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, নরসিংদী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবদুল মোমেন, নকশিস’র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শিবপুর সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক নূরউদ্দিন, মো. আলমগীর, নরসিংদী ইম্পিরিয়াল কলেজের শিক্ষক মো. মহসীন সিকদার, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিম হোসেন। 

বক্তারা বলেন, কোটা আন্দোলন করে ছাত্ররা শহীদ হয়ে নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন করেছে। পুলিশের অনুপস্থিতিতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরিস্কার করছে রাস্তাঘাট, পাহাড়া দিচ্ছেন মন্দির, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের এ কাজ সর্বমহলে প্রশংশিত হচ্ছে। 
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সাদেকুর রহমান।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ