
স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূঁইয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জেলখানা মোড় পীর মোহাম্মদ খান মার্কেটের তৃতীয় তলায় তার সহপাঠী ও বন্ধু ফোরামের পক্ষ থেকে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনলাইন ভিত্তিক পত্রিকা হলিপেন নিউজের সম্পাদক ও প্রকাশক এড. মোঃ সারোয়ার খান'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান তুহিন, নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন, বিনিয়োগ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম ভূঁইয়া।
ইফতার ও দোয়া মাহফিলে মুকাররম ভূঁইয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক জাহিদ হোসেন ভূঞা, বন্ধু ফোরামের রিপন মোল্লা, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের আইন বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুবেল ও অনুষ্ঠানের উদ্যোগক্তা এভ. মোঃ সারোয়ার খান।
অনুষ্ঠানে বন্ধু ফোরামের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম স্বপন, লিটন ভূঁইয়া, রুবেল খান, সেলিম ফকির হীরা প্রমুখ।
বক্তারা সুচিকিৎসার মাধ্যমে যুবনেতা মোকাররম ভূঁইয়ার শারীরিক সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। সেই সাথে মহান আল্লাহ পাক তাকে যেন সুস্থ করে সকলের মাঝে ফিরে আসতে পারে এমন প্রত্যাশা করে সকলকে খাস দিলে দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, মোকারম ভূঁইয়া কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে সুচিকিৎসার জন্য দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।