নিজস্ব প্রতিনিধি: একতরফা ও ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল অবঃ জয়নুল আবেদিন পিএসসি সাহেবের নির্দেশনায় বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, উপজেলা বিএনপির নেতা মোঃ মশিউজ্জামান (মশি),নরসিংদী জেলা যুবদলের সদস্য মোঃ আলমগীর আহমেদ,বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক ভূইয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মোবারক হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ আজিজুল হক রুবেল, বেলাব উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সোহেল মিয়া,মোঃ সোপান আহমেদ, জাকারিয়া আহমেদ,নারায়ণ পুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ নাসিম মিয়া,চর উজিলাব ইউনিয়ন যুবদলের নেতা ইকবাল হোসেন'সহ অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।