• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ভাঙ্গারি মমিনের সেনাপতি শুটার কাদির গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৪২ পিএম
নরসিংদীতে ভাঙ্গারি মমিনের সেনাপতি শুটার কাদির গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ভাঙ্গারি মমিনের সেনাপতি হত্যা মামলার আসামী শুটার কাদির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদী শহরের সিএন্ডবি রোডস্থ নীমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত কাদির মিয়া নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাবাজ মেম্বারের ছেলে। গ্রেফতারকৃত কাদির  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ডাব ব্যবসায়ী আজিজুল হত্যার মামলার এজাহার ভুক্ত আসামী।

এছাড়াও সে এলাকার একজন ভূমিদস্যূ, চিহ্নিত দাঙ্গাবাজ, হত্যাসহ একাধিক মামলার আসামী বলে জানায় স্থানীয়রা। তাকে সবাই করিমপুর ইউনিয়নের নব্য ধনাঢ্য ব্যবসায়ী নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক (যাকে সবাই ভাঙ্গারি মমিন নামে চিনে) মমিন মিয়ার সেনাপতি হিসেবে শুটার কাদির নামে চিনে ও জানে।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার বাদুয়াচর দড়িপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে ডাব ব্যবসায়ী আজিজুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেলে  জেলখানার মোড়ে  আজিজুল অবস্থান করছিলেন। এসময় ছাত্র জনতার শান্তিপূর্ণ অবস্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়ে তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। এসময় একাধিক গুলি আজিজুলের শরীরে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই রাত ১ টায় সে মারা যায়। এ ঘটনায় আজিজুলের বাবা আলমাছ  ছেলে হত্যার বিচার চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে মামলাটি এফ আই আর হিসেবে গ্রহনের নির্দেশ প্রদান করেন। ওই মামলার কাদির এজাহার ভুক্ত আসামী।

নরসিংদী সদর মডেল থানা পুলিশ কাদিরকে গ্রেফতারের পর শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। আদালতের বিজ্ঞ বিচার রিমান্ড আবেদন নামন্জুর করে জেলহাজতে প্রেরনে নির্দেশ দেন।

এদিকে সুটার কাদির গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ফিরে আসে। এলাকার অনেক সাধারণ মানুষই তার অত্যাচারে অতিষ্ঠ ছিল।

করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর রহমান বলেন, 'আমার ছেলেরা বৈমষ্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া কাদির সে সময় তাদের নামে মামলা করেছিল। গত ১৭ নভেম্বর রসুলপুর গ্রামে অনুষ্ঠিত ইসলামী জলসা থেকে কাদির আমার ছেলেদের তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামিউল হক জানান, গ্রেফতারকৃত কাদির বৈমষ্যবিরোধী আন্দোলনে নিহত আজিজুল হত্যা মামলার মামলা এজাহারভুক্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেফতারপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ